তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহ-সভাপতি হতে যাচ্ছেন চট্টগ্রামের সকলের প্রিয় মুখ সৈয়দ নজরুল ইসলাম। তিনি আগেও বিজিএমইএ তে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রামের সুনামধন্য প্রতিষ্টান ওয়েল গ্রুফের পরিচালক।
সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে সম্মিলিত পরিষদ চট্টগ্রাম জোনের ৯টি পরিচালক পদের ৭টিতে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম জোনে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন- তানভীর হাবিব, এএম শফিউল করিম খোকন, মো. হাসান জেকি, এম আহসানুল হক, রকিবুল আলম চৌধুরী ও মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা।
অন্যদিকে ফোরাম থেকে পরিচালক পদে জয়লাভ করেছেন মো. এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আবদুস সালাম।
গত ৪ই এপ্রিল রোববার বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। দশ ঘণ্টার ভোটে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রামের ৮৬ শতাংশ ভোটার বা ১ হাজার ৯৯৬ জন নিজেদের রায় দিয়েছেন।
বিজয়ী পরিচালকেরা আগামী ১৬ এপ্রিল সভাপতি ও সাতজন সহসভাপতি নির্বাচিত করবেন। তারপর সবকিছু ঠিক থাকলে ২০ এপ্রিল আগামী দুই বছরের নতুন কমিটি বিজিএমইএর দায়িত্ব নেবে।
নিয়ম অনুযায়ী চট্টগ্রামের সকলের প্রিয় মুখ সৈয়দ নজরুল ইসলাম বিজিএমইএ প্রথম সহ-সভাপতি হতে যাচ্ছেন।
আর.এম.জি নিউজ ২৪ পক্ষ থেকে সৈয়দ নজরুল ইসলাম স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নিজস্ব প্রতিবেদক
ছবি সংগ্রহ-সোস্যাল মিডিয়া