January 25, 2021, 7:04 pm
টপ ষ্টার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ১০০% রপ্তানীমুখী ওভেন ফ্যাক্টরীর জন্য নিয়োগ দেওয়া হচ্ছে।
চাকরীর ধরনঃ
১)মার্চেন্ডাইজার
শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএ/এমবিএ
অভিজ্ঞতাঃ ৭-১০ বছর।
২) সহকারী মার্চেন্ডাইজার
শিক্ষাগত যোগ্যতাঃ একই
অভিজ্ঞতাঃ ২-৫ বছর
৩) স্টোর অফিসারঃ ১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি/সমমান পাশ।
অভিজ্ঞতাঃ ১০ বছর।
৪) প্যাটার্ন মাষ্টারঃ ১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি/এইচ এস সি পাশ।
অভিজ্ঞতাঃ ১০ বছর।
বেতনঃঃআলোচনা সাপেক্ষে
বিঃদ্রঃ ওভেন ফ্যাক্টরীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷
লোকেশনঃ চট্টগ্রাম।
আগ্রহী প্রার্থীকে সরাসরি অথবা ডাকযোগে আগামী ৩১ শে ডিসেম্বর ২০২০ইং তারিখের মধ্যে বায়োডাটা সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি প্রেরণ করার জন্য অনুরোধ করা গেল।
যোগাযোগের ঠিকানাঃ
টপ মুন ফ্যাশন লিঃ, নবী টাওয়ার “২২৭/২৬৮ নাজমা আহমেদ বাই লেইন, দিঘীরপাড়, দেওয়ানহাট, চট্টগ্রাম।
ইমেইলঃ topmoon2019@gmail.com.
Leave a Reply