January 25, 2021, 7:49 pm
ঈদ মানে আনন্দ/উৎসব, ইসলামে প্রধান দুটি আনন্দের দিন হল ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা, আর এই আনন্দের বার্তা হিসেবেই একে অন্যকে ঈদ মোবারাক বলা হয়ে থাকে। দেশব্যাপী এই দুটি দিন আনন্দের সাথে প্রতি বছর পালিত হয়। ঈদ মানে উৎসব আর আযহা এর অর্থ ত্যাগ, উৎসর্গ করা অর্থাৎ ঈদ উল আযহা এর অর্থ হল ত্যাগের উৎসব। আসুন, আমরা সকলে পবিত্র ঈদুল আয্হার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে করোনাকালীন এই ঈদে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ-বৈষম্যহীন সুখী,সমৃদ্ধ ও শান্তিপূর্ণ এই বাংলাদেশ গড়ে তুলি।”
ঈদ উল আযহা উপলক্ষে ইকোটেক এনভায়রনমেন্টাল সলিশনের পক্ষ থেকে সকল সহকর্মী,গ্রাহক,শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই ঈদ আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!!
Leave a Reply